Friday, April 13, 2012

"ব্যর্থ-তার কবিতা"নৈশব্দের ঘর কাটেনি ঝড়ের পর,
ডালপালাগুলি এখনো সিঁটিয়ে আতংকে,
জলোচ্বাস থামেনি মনে এখনো...
আগুনের স্পর্শ রয়েছে আঙ্গুলে |

বিফল মনের অনু পরমানু জুড়ে
ক্লান্তি আকঁড়ে পোষা অশ্রুকণা,
আঙ্গুল ভেজে ফুলকিগুলোয়ে -
চকমকি পাথর ঘষা |

ভাবখানি কে লাগাম যোগাযে ভাষার বাঁধন,
ছাই হয়ে যাওয়া শব্দ গুলো উড়ায়ে ধ্বজা
'হার'- মাংসের রক্তমাখা বিভীষিকার |

তবুও আমি চলি বারবার
শ্রান্তি অথবা গতি নিয়ে দুর্বার,
পথের স্রোতে পথই নেবে টেনে
আমার আমি কে ভাসিয়ে দিয়েছি পথে...

No comments: