Sunday, April 22, 2012

নি-শব্দ

ছাপার  কালি  বিন্দু  বিন্দু 
শব্দ  দিয়ে  গড়ল  সিন্ধু 
আচমকা  এক  ছবি  ফুটল …
ভাবনা গুলোর  মাঝে …

সাদা  কালোয়ে  ভরিয়ে  দিলে 
কাগজ, খাতা,  screen…
বর্ণ গুলো  তৈরী  করলো 
শব্দ  অন্তহীন …

মনের  মধ্যে  এক  মুহুর্তে 
যেই  কথাটাই  ভেসে  ওঠে …
সেই  দিয়ে  জাল  বুনে  যাই 
অদৃশ্য  এক  সুতোয়ে…

রঙিন , ধুসর , হাতে  বোনা
প্রথম  গল্পের  নামকরনটা
রয়েই  গেল  অন্তরালে , কোনো  একদিন --
দূর  গগনে, ফুটবে  বলে |

No comments: